ইনসাইড গ্রাউন্ড

ডি সিলভাকে ফেরালেন খালেদ, বড় সংগ্রহের পথে লংকানরা


প্রকাশ: 31/03/2024


Thumbnail

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশের বিপক্ষে লড়ছে শ্রীলংকা। যেখানে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাকে সাজঘরে ফেরালেন খালেদ আহমেদ। তবে লংকান দলপতি ফিরলেও বড় সংগ্রহের পথে রয়েছে সফরকারীরা।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ছয় উইকেটে ৪৩৮ রান। কামিন্দু ২৬ ও ১৮ রানে অপরাজিত আছেন জয়সুরিয়া।

প্রথম দিন শেষে লংকানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩১৪ রান। প্রথম দিন যেখানে থেমেছিলেন, সেখান থেকেই আপন ছন্দে এগোতে থাকেন দুই ব্যাটার দিনেশ চান্দিমাল ও ধনঞ্জয় ডি সিলভা। দলীয় রানের চাকা ঘোরানোর পাশাপাশি দুজনেই ফিফটি তুলে নেন। তবে ১০৫তম ওভারে সাকিবের ঘূর্ণিতে কাটা পড়েন চান্দিমাল (৫৯)। এতে ভেঙে যায় তাদের ৮৬ রানের জুটি।

এরপর ক্রিজে আসেন কামিন্দু মেন্ডিস। তার সঙ্গে জুটি গড়েছিলেন ধনঞ্জয় ডি সিলভা। কিন্তু ফিফটি করে সেঞ্চুরির পথে এগোতে থাকা ধনঞ্জয়ের উইকেট ঝুলিতে ভরেছেন খালেদ আহমেদ। এতে ৭০ রানেই সাজঘরের পথ ধরেন লঙ্কান দলপতি। এখন প্রভাত জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মেন্ডিস।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭