ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে আসছে নতুন পদ্ধতি, স্যাটেলাইট থেকে কেটে নেবে টোল


প্রকাশ: 31/03/2024


Thumbnail

বিভিন্ন সড়ক ও সেতুতে টোল প্লাজা থাকে। এসব প্লাজায় বিভিন্ন যানবাহনের টোল রাখা হয়। এটা দীর্ঘদিনের পুরনো পদ্ধতি। এবার এই পদ্ধতির বদল আনতে চলেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রণালয় স্যাটেলাইটভিত্তিক টোল কালেকশন পদ্ধতি চালু করতে যাচ্ছে।

ভারতের বিভিন্ন মহাসড়কগুলোতে বসতে পারে এই পদ্ধতি। যার ফলে অনেক সহজেই প্রত্যেক গাড়ি থেকে টোল কালেক্ট করা সম্ভব হবে। এতে সময় ও হয়রানি কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

স্যাটেলাইটভিত্তিক টোল কালেকশন যেভাবে কাজ করবে-

স্যাটেলাইটের মাধ্যমে টোল সংগ্রহ করা হবে ভারতে। কীভাবে কাজ করবে এই সিস্টেম সেই তথ্যও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি।

মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, নতুন টোল সিস্টেম জিপিএস এবং ক্যামেরার ব্যবহার করা হবে। এর ফলে টোল বুথ ও ব্যারিয়ারগুলোর প্রয়োজন পড়বে না। জিপিএস ও ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে গাড়ি এবং সরাসরি গাড়িচালকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে টোল ট্যাক্স। কত কিলোমিটার ভ্রমণ করেছে সেই গাড়ি, তার ওপর নির্ভর করবে টোল ট্যাক্সের পরিমাণ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭