ইনসাইড বাংলাদেশ

ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/04/2018


Thumbnail

অবশেষে ইশারাত জাহান ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ছাত্রলীগ। আজকে সকাল ১১ টার দিকে ইশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পূনর্বহাল করা হয়। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য ইশারাত জাহান ইশার বহিষ্কার আদেশ দেয়ার পরে নানা কথা উঠে বিভিন্ন মহল থেকে। ঘটনার পর জানা যায়, যে ছাত্রীর রগ কাটার অভিযোগ করা হয়েছে, সে আসলে নিজেই জানালার কাঁচে লাথি দিয়ে পা কেটেছে। তাছাড়া, ঘটনার পর পর ইশার প্রতি যে বর্বর হামলা করা হয়েছে, তা অমানবিক, বর্বর। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ছাত্রলীগের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার আদেশ প্রদান করা হয়। ছাত্রলীগের দুইজন সহসভাপতি ও ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকে নিয়ে গঠিত চার সদস্যের ওই তদন্ত কমিটি আজকে তাদের রিপোর্ট প্রদান করে। ওই রিপোর্টে ইশারাত জাহান ইশা সম্পূর্ণ নির্দোষ প্রমানিত হয়। আর এই রিপোর্টের ভিত্তিতেই  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ইশার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয়।



বাংলা ইনসাইডার/ডিকে/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭