ইনসাইড পলিটিক্স

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চায় জামায়াত


প্রকাশ: 31/03/2024


Thumbnail

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছে দলটি।

রোববার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানান সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান। 

আরোগ্য কামনা করে বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া উচিত। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার। 

আরও বলা হয়, সুচিকিৎসা পাওয়া খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার। কালবিলম্ব না করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭