ইনসাইড বাংলাদেশ

প্রধান শিক্ষকের ‘পকেট কমিটি’ করার চেষ্টা, পুনরায় তফসিল ঘোষণার দাবি


প্রকাশ: 01/04/2024


Thumbnail

জয়পুরহাটের ক্ষেতলালে বড়তারা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল গোপন করে পকেট কমিটি করার চেষ্টার অভিযোগ উঠেছে। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমেজ উদ্দিন আকন্দের নাতি ও প্রাক্তন ছাত্র রাকিব হাসান। স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবিতে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।


অভিযোগ সূত্রে জানা যায়, বড়তারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য গত সোমবার (২৫ মার্চ) তফসিল ঘোষণা হয়। যার মনোনয়ন সংগ্রহের তারিখ বুধবার (২৭ মার্চ) এবং জমাদানের শেষ তারিখ ছিল রবিবার (৩১ মার্চ) । কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ ও বর্তমান সভাপতি মোজাফফর হোসেন পকেট কমিটি করার জন্য তফসিলের ঘোষণাটি গোপন রাখেন। এবং তাদের পছন্দের লোকদের দিয়ে মনোনয়ন তোলান।

দেখা যায়, বিদ্যালয়ের অধিকাংশ অভিভাবক তফসিল বা ম্যানেজিং কমিটি নির্বাচনের বিষয়ে জানতে না পেরে কেউ মনোনয়ন তুলতে পারেনি। এমন অবস্থায় অভিভাবকরা জানায়, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়াই পকেট কমিটি করার চেষ্টা করলে যেকোন সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যা বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত ও শিক্ষার পরিবেশ বিনষ্ট করবে।

অভিযোগকারী প্রশাসনের কাছে দাবি করেন যাতে অতি শীঘ্রই এই তফসিল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটি দায়িত্বশীল যোগ্য ম্যানেজিং কমিটি নির্বাচন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমেজ উদ্দিন আকন্দের নাতি ও প্রাক্তন ছাত্র রাকিব হাসান বলেন, ‘বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল সম্পর্কে কিছুই জানিনা। হঠাৎ বাজারে এসে জানতে পারি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তফসিল ঘোষণা করা হয়েছে। ৩১ মার্চ বিদ্যালয়ে তফসিল জমাদানের শেষ তারিখ ছিল। অথচ অধিকাংশ অভিভাবক এ বিষয়ে জানেনা।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ বলেন, ‘২৫ মার্চে তফসিল ঘোষণা হয়েছে। ওইদিনই আমরা নোটিশ বোর্ডে সেটি লাগিয়েছি।’

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার বাবুল কুমার বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) (দায়িত্ব প্রাপ্ত ইউএনও) জিন্নাতুল আরা বলেন, ‘একটি লিখিত অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি আমরা আমলে নিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭