ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় হামলার অনুমোদন দিলেন নেতানিয়াহু


প্রকাশ: 01/04/2024


Thumbnail

আন্তর্জাতিক বিভিন্ন সতর্কতার পরও শেষ পর্যন্ত দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলার পরিকল্পনা অনুমোদন করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, 'আমরা রাফাহ আক্রমণের অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছি।' এ সময় তিনি রাফাহকে 'হামাসের শেষ শক্ত ঘাঁটি' বলে দাবি করেছেন।

রাফাহতে আক্রমণের কারণে অঞ্চলটিতে বিপর্যয়কর পরিণতির বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সতর্কতা বৃদ্ধি সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, 'আমরা রাফাহতে প্রবেশ করব এবং হামাসকে নির্মূল করব। এটি ছাড়া কোনো বিজয় নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতা সত্ত্বেও আমরা শহরে প্রবেশ করব।

তবে ইসরাইল সরকার রাফাহ আক্রমণ করার আগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে বলেও জানান তিনি।

আগের দিন ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা দিয়েছিল, রোববার সন্ধ্যায় জেনারেল অ্যানেস্থেশিয়ার অধীনে নেতানিয়াহুর হার্নিয়া অস্ত্রোপচার করা হবে। এ সময় দেশটির উপবিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭