ইনসাইড বাংলাদেশ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ন্যায্য মূল্যে পণ্য বিতরণের শ্লিপ বিক্রির অভিযোগ


প্রকাশ: 02/04/2024


Thumbnail

শেরপুরের নকলা উপজেলার ২ নং নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবির বিরুদ্ধে ন্যায্য মূল্যের পণ্য বিতরণের শ্লিপ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ রবিউল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।  

 

সোমবার (১লা এপ্রিল) সন্ধ্যায় নকলা উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির এক জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সোহেল।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে শেরপুরের আল নাসার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করে। এরই অংশ হিসেবে নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেন তারা। বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে জানালে তিনি বিনামূল্যের এই কার্ড জনপ্রতি ২০ টাকা আদায় করে চার হাজার গ্রাহকের মাঝে বিতরণ করেন।

 

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সোহেল আরো জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ন্যায্য মূল্যের পণ্য বিতরণে নিয়ম বহির্ভূত অতিরিক্ত অর্থ আদায় প্রমাণিত হওয়ায় ২নং নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবিকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭