ইনসাইড গ্রাউন্ড

বিশাল লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে টাইগাররা


প্রকাশ: 02/04/2024


Thumbnail

ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে টাইগারদের সামনে ৫১১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে লংকানরা। হতাশার পারফরম্যান্সের মধ্য দিয়ে চলা এই সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই। এ অবস্থায় বড় লক্ষ্য তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রান করা শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ১৫৭ রানে ইনিংস ঘোষণা করেছে। প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশকে ম্যাচ জিততে করতে হবে ৫১১ রান।

এ অবস্থায় চতুর্থ দিন দ্বিতীয় সেশন পর্যন্ত তিন উইকেটে ১২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ম্যাচ জিততে টাইগারদের আরো ৩৯১ রান প্রয়োজন। হাতে আছে ৭ উইকেট।

উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। অল্প সময়ের ব্যবধানে দুজনই আউট হন এর আগে করেন যথাক্রমে ২৪ ও ১৯ রান। অধিনায়কি শান্ত ২০ রানের বেশি করতে পারেননি। মুমিনুল ও সাকিব এখন ব্যাট করছেন।

এর আগে ছয় উইকেটে ১০২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলংকা। দিনের শুরুতেই ফিফটি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সাকিবের শিকারে পরিণত হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন তিনি।

এরপর প্রবাথ জয়সুরিয়া ও বিশ্ব ফার্নান্দো দলকে এগিয়ে নেন। ১৫৭ রানে পৌঁছাতেই ইনিংস ঘোষণা করেন লংকান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। ফলে ৫১১ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭