ওয়ার্ল্ড ইনসাইড

ফিনল্যান্ডে স্কুলে গোলাগুলি, ৩ শিক্ষার্থী আহত


প্রকাশ: 02/04/2024


Thumbnail

ফিনল্যান্ডের ভানতা শহরের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ১৩ বছরের তিন শিক্ষার্থী আহত হয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার (০২ এপ্রিল) এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ স্থানী বাসিন্দাদের ঘরের মধ্যে থাকার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি 

এ ঘটনায় অভিযুক্ত ১৩ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই স্কুলটিতে ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন স্টাফ রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দেশটির টেলিভিশন ওয়াইএলইকে জানায়, ঘটনাস্থল থেকে দুটি অ্যাম্বুলেন্সকে বের হতে দেখা গেছে।   

দীর্ঘ সময় ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা স্কুলে ফেরার পরই এমন ঘটনা ঘটল। স্কুলটিতে ৭ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থী রয়েছে। এখানে একসঙ্গে প্রাইমারি এবং হাইস্কুল রয়েছে।

স্কুলটিতে গোলাগুলির সময় শিক্ষার্থীদের বাবা-মা এসে জড়ো হন। ভানতা ফিনল্যান্ডের বড় শহরগুলোর একটি। এখানে প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষের বসবাস। 

২০০৭ এবং ২০০৮ সালে ফিনল্যান্ডে স্কুলে ভয়াবহ দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরই অস্ত্র আইন কঠোরের বিষয়টি সামনে আসে। তারপরও সরকারি হিসাব অনুযায়ী ৫৫ লাখ মানুষের এই দেশে ৪ লাখ ৩০ হাজার লাইসেন্স অস্ত্র রয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭