ইনসাইড পলিটিক্স

নিজেদের কেন গুটিয়ে নিচ্ছেন বিএনপির এই নেতারা


প্রকাশ: 02/04/2024


Thumbnail

বিএনপির বেশ কিছু নেতা যারা বিভিন্ন সময় বেশ সরব এবং অত্যন্ত কর্মমুখর ছিলেন তারা এখন নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, বিশেষ করে ৭ই জানুয়ারীর নির্বাচনের পর বিএনপির অনেক নেতাকেই দেখা যাচ্ছে তাদের দলীয় কর্মকান্ডে এক ধরনের অনিহা। তারা ঠিক-ঠাক মতো দলের কর্মসূচীতে অংশগ্রহণ করছেন না। কেন তারা নিজেদেরকে গুটিয়ে নিলেন? এনিয়ে বিএনপির মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।

অনেকে মনে করছেন, বিএনপির সঙ্গে তাদের মতের মিল হচ্ছে না, বিএনপির চিন্তা এবং কর্মসূচীর সঙ্গেও তারা একমত হতে পারছেন না। এজন্য তারা একরকম হতাশা থেকেই নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন।

নজরুল ইসলাম খান

যারা এরকম নিজেদের গুটিয়ে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। দীর্ঘদিন তিনি বিএনপির সঙ্গে জড়িত। কোন সময় তার বিচ্যুতি দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে, নজরুল ইসলাম খান এতোটা সক্রিয় নন। দায় সারা ভাবে বিভিন্ন কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন। কিন্তু আগের মতো উদ্যমী হয়ে তাকে কর্মসূচীতে দেখা যায় না। নজরুল ইসলাম খানের ঘনিষ্ঠরা বলছেন, যে ধারায় বিএনপি চলছে তাতে তিনি সন্তুষ্ট নন। আর একারণেই হতাশা থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন বলে অনেকে মনে করেন।

আব্দুল আওয়াল মিন্টু

আব্দুল আওয়াল মিন্টু বিএনপির একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে পরিচিত। বিএনপিতে তার সরব উপস্থিতি দেখা যেত। বিএনপির অন্যতম থিংক ট্যাংক হিসেবে তাকে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আব্দুল আওয়াল মিন্টু আগের মতো সরব নন। বিএনপির কর্মকান্ডেও তাকে খুব একটা দেখা যায় না। আব্দুল আওয়াল মিন্টুর সাথে বিএনপির নেতৃত্বের দূরত্ব সৃষ্টি হয়েছে বলে কেউ কেউ মনে করছেন। বিশেষ করে, আর্থিক বিষয় নিয়ে আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে বিএনপির হাইকমান্ডের টানা পোড়নের গুঞ্জন শুনা যায়। একারণেই বিএনপি থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিয়েছেন বলে অনেকে মনে করেন।

(অবঃ) আলতাফ হোসেন চৌধুরী

এয়ার ভাইস-মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলীয় কর্মকান্ডে তাকে খুব একটা দেখা যায় না। নিজেকে তিনি একটু গুটিয়ে রেখেছেন। যদিও বিভিন্ন অনুষ্ঠান এবং আলংকরিক কর্মসূচিতে তাকে দেখা যায়। আলতাফ হোসেনের সমস্যা হলো বিএনপির লোকজনই তাকে খুব একটা পাত্তা দেন না। বিএনপি নেতাদের তার প্রতি খুব একটা আগ্রহ নেই। একারণেই নিজেকে তিনি এখন গুটিয়ে রেখেছেন।

আব্দুল্লা আল নোমান

বিএনপির একসময়ের তুখোড় নেতা আব্দুল্লা আল নোমান-কে আগে বিভিন্ন কর্মসূচীতে সরব দেখা যেত। এখন তিনি রুটিন কাজের বাইরে খুব একটা সরব থাকেন না। এর একটি বড় কারণ হতে পারে অভিমান। তার চেয়ে অনেক জুনিয়র নেতাও দলের স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। এই কারণেই হয়তো নিজেকে তিনি আগের চেয়ে গুটিয়ে নিয়েছেন।

ইশরাক হোসেন

ইশরাক হোসেন বিএনপির তরুণ তুর্কী হিসেবে পরিচিত ছিলো। বিভিন্ন সময়ে তিনি সরব উপস্থিতির মাধ্যমে দলকে উজ্জ্বীবিত করেছিলেন। কিন্তু ইদানিং ইশরাককে খুব একটা দেখা যায় না। সাদেক হোসেনের পুত্র ইশরাক হোসেন কেন নিজেকে গুটিয়ে নিয়েছেন এটি বিএনপির মধ্যে নানা রকম আলাপ আলোচনা চর্চা হচ্ছে।

তবে, বিএনপির নেতারা বলছেন, শুধু এই কয়েকজন নয় বিএনপির সর্বস্তরেই এখন হতাশা বিরাজ করছে। কেউই আন্তরিকতার সাথে এবং উদ্যম নিয়ে দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করতে আগ্রহী নন। বরং সকলেই দায় সারা ভাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী বিপর্যয়, ভুল রাজনীতির কারণে, দলের মধ্যে হতাশার কারণেই এই নির্লিপ্ততা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭