ওয়ার্ল্ড ইনসাইড

সৌদিতে প্রবাসীদের রেমিট্যান্স ৫ বছরের মধ্যে সর্বনিম্ন


প্রকাশ: 02/04/2024


Thumbnail

চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে প্রবাসীদের আয় (রেমিট্যান্স) ১০ দশমিক ৪১ শতাংশ কমে হয়েছে ৯ দশমিক ৩৩ বিলিয়ন রিয়েল। 

আগের মাসে এর পরিমাণ ছিল ১০ দশমিক ৪১ বিলিয়ন রিয়েল। এটি প্রতি মাসে ১ দশমিক শূন্য ৮ বিলিয়ন রিয়েল করে কমেছে। যা ৫ বছরের মধ্যে সর্বনিম্ন গড় মাসিক রেমিট্যান্সকে প্রকাশ করে। রাষ্ট্রীয় পরিসংখ্যান দপ্তরের বরাতে সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এমনটি প্রকাশ করা হয়েছে। 

গড় মাসিক রেমিট্যান্সের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এর পরিমাণ কমপক্ষে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। কারণ দুই মাসের গড় রেমিট্যান্স প্রায় ৯ দশমিক ৮৭ বিলিয়ন রিয়েলে পৌঁছেছে। 

করোনা মহামারির আগে, ২০১৯ সালে প্রবাসীদের মাসিক রেমিট্যান্সের গড় ছিল প্রায় ১০ দশমিক ৪৬ বিলিয়ন সৌদি রিয়েল।  এটি পরপর দুই বছরে ধারাবাহিক বৃদ্ধি বজায় রেখেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭