ইনসাইড বাংলাদেশ

নীলফামারীতে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি, গ্রেপ্তার ২


প্রকাশ: 03/04/2024


Thumbnail

নীলফামারীতে ট্রান্সমিটার চুরি করে পালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের টেক্সটাইল নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুর জেলার কোতয়ালী থানার রামনগর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মোঃ ফরিদুল ইসলাম(৩৩) ও খানসামা থানার দাসপাড়া গ্রামের প্রভাস দাসের ছেলে চঞ্চল দাস (৩০)।

 

পুলিশ সূত্রে জানা যায়,'জাতীয় জুরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে রাত সাড়ে ৩ টায় জেলার ডোমার থানার পাঙ্গা চৌপথী থেকে ট্রান্সমিটার চুরি করে নীলফামারীর দিকে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার খবর পায় সদর থানা পুলিশ। সংবাদ পাওয়া মাত্রই সদরের বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এসময় শহরের চেকপোস্ট দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় ট্রাক চালককে থামানোর জন্য বলা হলে ট্রাক না থামিয়ে আরও দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। ট্রাকটিকে ধাওয়া করলে টেক্সটাইল নামক স্থান থেকে ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় চোর চক্রের ৫-৬ জন সদস্য পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত দুজনও পালানোর চেষ্টা করলে তারাও একটু আহত হন।'

 

তথ্যটি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম বলেন, 'সংবাদ পাওয়া মাত্রই ট্রাকটি আটক করতে অভিযান শুরু করে ২ জনকে ট্রাক সহ আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭