ইনসাইড পলিটিক্স

জামায়াতের পরামর্শেই চলছে বিএনপি (ভিডিও)


প্রকাশ: 03/04/2024


Thumbnail

৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপি হতাশ বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত। দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক অনীহার সৃষ্টি হচ্ছে। তারা অদূর ভবিষ্যতে রাজনীতি করবেন কিনা এ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন। বিএনপি যখন এই হতোদ্যম অবস্থা ঠিক সেই সময় বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র এবং পুরনো বন্ধু জামায়াতে ইসলামী। জামায়াত এবং বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে বিএনপি নেতারা ভাইয়ের সম্পর্ক হিসাবে অভিহিত করেছিলেন। এখন যখন বিএনপি হতাশাগ্রস্ত তখন বিএনপিকে পুনরুদ্ধারের জন্য জামায়াতে ইসলাম পাশে এসে দাঁড়িয়েছে। গত এক সপ্তাহে বিএনপি এবং জামায়াতের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে এখন তারা আর গোপন পরকীয়া সম্পর্ক করছে না। বরং তাদের প্রকাশ্য সম্পর্কই লক্ষ্য করা যাচ্ছে।

গত ৩০ মার্চ হোটেল সোনারগাঁওয়ে জামায়তে ইসলাম ইফতার পার্টির আয়োজন করে। সেখানে বিএনপির ১৮ জন নেতা উপস্থিত ছিলেন। এই ইফতার পার্টির পরপরই জামায়াত বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি এবং তাকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে বিবৃতি দেয়। ধারণা করা হচ্ছে যে, জামায়াত আর বিএনপির এখন নিয়মিত যোগাযোগ হচ্ছে। বিভিন্ন সূত্রগুলো বলছে যে, বিএনপিকে এখন জামায়াতই চালাচ্ছে। জামায়াতের পরামর্শেই বিএনপি সবকিছু করছে। 

সাম্প্রতিক সময়ে বিএনপির কোন কোন নেতা ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছেন এবং প্রকাশ্যে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে, এই সিদ্ধান্তটি তাদের দলগত নয়। কিন্তু এই ধরনের ঘোষণা যারা দিচ্ছেন, ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে দলগত ভাবে কোন ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। বরং তাদেরকে গোপনে বাহবা দেওয়া হচ্ছে। এভাবেই ভারতবিরোধী অবস্থানে ফিরে আসার পিছনেও জামায়াতের একটা বড় ভূমিকা রয়েছে বলে জানা গেছে। ঐতিহাসিকভাবে জামায়াত ভারত বিরোধী এবং ভারতের সঙ্গে জামায়াতের এই দ্বৈরথ কোন গোপন বিষয় নয়। আর এই কারণেই এখন বিএনপিকে তারা ভারত বিরোধীতার দিকে উস্কে দিচ্ছে। 

বিএনপি নির্বাচনের আগ থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল। এ সমস্ত রাজনৈতিক দলের মধ্যে বাম এবং কিছু সেক্যুলার রাজনৈতিক দলও রয়েছে। নাগরিক ও গণসংহতি, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ঐক্য প্রক্রিয়া থমকে গেছে। এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি এখন দূরত্ব রক্ষা করে চলছে। 

বিভিন্ন সূত্র দাবি করছে, এটির পিছনেও রয়েছে জামায়াতের হাত। জামায়াত বিএনপিকে এই সমস্ত বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য না করার ব্যাপারে প্ররোচিত করছে। এ কারণেই বিএনপি এবং জামায়াত আবার আগের মতো ঘনিষ্ঠ হয়ে কাজ করছে। তবে শেষ পর্যন্ত বিএনপি এবং জামায়াত তাদের গোপন সম্পর্ক প্রকাশ্য করবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। কারণ বিএনপির মধ্যে একটি জামায়াত বিরোধী মনোভাব ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। বিএনপির কিছু কিছু নেতা প্রকাশ্যে জামায়াতের সঙ্গে সম্পর্কের বিরোধী। এখন যদি বিএনপি জামায়াতের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ হয় সেটির আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হবে সেটিও বিএনপি ভেবে দেখছে। সবকিছু মিলিয়ে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বুঝার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপিকে যে এখন জামায়াতই পরামর্শ দিচ্ছে এটা মোটামুটি নিশ্চিত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭