ইনসাইড বাংলাদেশ

সিজারের বিল পরিশোধে নবজাতককে বিক্রি


প্রকাশ: 03/04/2024


Thumbnail

কুড়িগ্রামের উলিপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে সিজারের বিল পরিশোধ করতে না পারায় এক নবজাতক সন্তানকে বিক্রি করেছেন মা। পিতার অভিযোগের ভিত্তিতে ওই শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে উলিপুর থানা পুলিশ। 

বুধবার (৩ এপ্রিল) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

পুলিশের একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উপজেলার মনারকুটি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী শিরিনা আক্তার সিজারের মাধ্যমে গত ২৩ মার্চ একটি পুত্র সন্তানের জন্ম দেন। স্বামী খোঁজ খবর না নেয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য গত ২৬ মার্চ অজ্ঞাত স্থানে একমাত্র নবজাতক সন্তানকে বিক্রি করে দেয় শিশুটির মা। বিষয়টি নবজাতকের বাবা হাবিবুর রহমান জানতে পেরে বুধবার (৩ এপ্রিল) দুপুরের দিকে নবজাতক সন্তানকে ফিরিয়ে পেতে উলিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে উলিপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন থেকে ওই নবজাতককে উদ্ধার করে। 

জানা যায়, এক লাখ টাকায় নবজাতককে কিনে নিয়েছিলেন তারা। পরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে নবজাতকে উদ্ধার করে তার প্রকৃত বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয় পুলিশ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭