ওয়ার্ল্ড ইনসাইড

দুই কিলোমিটার দীর্ঘ একই টেবিলে ইফতার ও ইস্টার সানডে


প্রকাশ: 03/04/2024


Thumbnail

পবিত্র রমজান ও ইস্টার সানডে উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির স্থাপন করল বেলজিয়াম। একসঙ্গে ইফতারে অংশ নিয়েছেন বিভিন্ন ধর্মের কয়েক হাজার বাসিন্দা।

রোববার (৩১ মার্চ) দেশটির আন্ত্রেপ শহরে দুই কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার দু’পাশে আয়োজন করা হয় বিশাল ইফতারের।

ইস্টার সানডে ও মাহে রজমান উপলক্ষে ‘এক টেবিলে সবাই’ নামের আয়োজনটি করে তাক লাগিয়ে দিয়েছেন শহরটির বাসিন্দারা।
 
মুসলিম কমিউনিটির পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ এই ইফতারে শামিল হন। ব্যতিক্রম এই আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নজির হিসেবে দেখছেন অনেকে। আয়োজকরা বলছেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধা আর পরস্পরিক ভালোবাসা থেকেই তাদের এ উদ্যোগ।
  
আয়োজকদের একজন বলেন, আমরা সবাই এক হওয়ার চেষ্টা করেছি মাত্র। এটাই রমজানের শিক্ষা। এমন কিছু করার চেষ্টা করেছি, যা ধর্মীয় এবং সংস্কৃতির দিক থেকে ভিন্ন কোনো বৈচিত্র আনতে পারে।
 
আরেকজন বলেন, যুদ্ধ সংঘাতে পুরো বিশ্ব জর্জরিত। সেই আমরা ভিন্ন কিছু করে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারলাম।
 
ইফতারে অংশগ্রহণকারী একজন বলেন, বিভিন্ন কালচারের অনেক মানুষ একত্রিত হয়েছি আমরা। একে অপরের সম্পর্কে জানার চেষ্টা করছি।এক সঙ্গে খাবার খাওয়ার সামাজিক এ আয়োজন আমার কাছে খুবই ভালো লাগে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭