ওয়ার্ল্ড ইনসাইড

গাজায় ত্রাণ সরবরাহে বাধা


প্রকাশ: 04/04/2024


Thumbnail

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থানবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েল ত্রাণ সরবরাহ করতে দিচ্ছে না। এ ছাড়া ত্রাণকর্মী হত্যার ঘটনায় গাজায় ত্রাণসহায়তার পরিমাণ আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার লোকজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৩২ হাজার ৯৭৫ জন নিহত হয়েছেন।

গাজার ত্রাণসহায়তা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তুলে ধরে ইউএনআরডব্লিউএ আরও জানিয়েছে, গাজায় এখন প্রতিদিন গড়ে ১৬১টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। এটি দৈনিক ৫০০ ত্রাণবাহী ট্রাকের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিজেদের ১৭৬ জন কর্মী নিহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।

ইসরায়েলি হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) সাত ত্রাণকর্মী নিহতের পর ত্রাণ সরবরাহ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭