ওয়ার্ল্ড ইনসাইড

ত্রাণকর্মী হত্যায় নিন্দার ঝড়


প্রকাশ: 04/04/2024


Thumbnail

দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ডব্লিউসিকের সাত কর্মী নিহত হন। তাঁদের ছয়জনই ছিলেন বিদেশি। এই ঘটনার পর এই অঞ্চলে ত্রাণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দাতব্য প্রতিষ্ঠানটি।

গত সোমবার ( ১ এপ্রিল ) এ ঘটনা ঘটে।

এদিকে ত্রাণকর্মী হত্যার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলাকে ‘বিবেকবর্জিত’ বলে মন্তব্য করেছেন।

ত্রাণকর্মী হত্যার ঘটনায় ক্ষুব্ধ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘটনায় তিনি ‘মর্মাহত’ বলেও মন্তব্য করেছেন।

নিহত ত্রাণকর্মীদের তিনজন ছিলেন ব্রিটিশ নাগরিক। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে সুনাক বলেছেন, ত্রাণকর্মী নিহতের ঘটনায় তিনি ‘হতবিহ্বল’।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭