ইনসাইড বাংলাদেশ

পররাষ্ট্রসচিবের সঙ্গে পর্তুগালের নবনিযুক্ত দূতের সাক্ষাৎ


প্রকাশ: 04/04/2024


Thumbnail

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত জোয়াও ম্যানুয়েল মেন্ডেস রিবেরিও দ্য আলমেইদা।

বুধবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় আলমেইদাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব। পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশিকে আতিথেয়তার জন্য পর্তুগাল সরকারকে ধন্যবাদ জানান তিনি।

দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ আখ্যায়িত করে উভয়পক্ষ ব্যবসায়িক, সামুদ্রিক ও বিমান যোগাযোগ, নবায়নযোগ্য জ্বালানি এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

রাষ্ট্রদূত ঢাকায় পর্তুগালের পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশন খোলার বিষয়ে তার সরকার বিবেচনা করছে বলে সচিবকে জানান। এছাড়া তিনি ২০২৬ এর পরে বাংলাদেশের স্নাতক যাত্রার জন্য পর্তুগিজ সমর্থনের আশ্বাস দিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭