ইনসাইড গ্রাউন্ড

শেষের ঝড়ে অজিদের চ্যালেঞ্জিং সংগ্রহ


প্রকাশ: 04/04/2024


Thumbnail

ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মাঠে নেমেছে টাইগ্রেসরা। যেখানে টস জিতে শুরুতে ব্যাট করে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে অজিরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

এদিন শুরুতে ঝড় উঠিয়েছিলেন অ্যালিসা হিলি। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের নাভিশ্বাস তুলেছিলেন অজি নারী দলের অধিনায়ক। তবে তাকে থামিয়ে বাংলাদেশকে স্বস্তি দিয়েছিলেন নাহিদা। মাঝের ওভারে অস্ট্রেলিয়াকে ঠিকই চেপে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। তবে শেষের তিন ওভারেই যেন বদলে গেল চিত্র।

শেষ দিকের ঝড়ে তাহলিয়া ম্যাকগ্রা এবং গ্রেস হ্যারিস বাংলাদেশের কাছ থেকে নিয়ে গেলেন ম্যাচের নিয়ন্ত্রণ। ১৮তম ওভারে শরীফা দিয়েছিলেন ১৯ রান। এরপর নাহিদার ওভারেও এসেছিল ১৪ রান।

আর শেষ ওভারে তৃষ্ণা হজম করেছেন ১৪ রান। তাতেই অজিদের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রান। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে নারীদের টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭