ওয়ার্ল্ড ইনসাইড

নরওয়ের পার্লামেন্টে বোমা হামলার হুমকি


প্রকাশ: 04/04/2024


Thumbnail

বোমা হামলার হুমকি পেয়েছে নরওয়ের পার্লামেন্ট। আর তারপরই পার্লামেন্ট ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

বুধবার (৩ এপ্রিল) নরওয়ের পার্লামেন্টকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় পার্লামেন্ট ভবন স্টরটিং-এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

নরওয়েজিয়ান দৈনিক ভিজি জানিয়েছে, নরওয়েজিয়ান পার্লামেন্ট স্টরটিংয়ে এমন হামলার হুমকি পাওয়ার পর সেখানে উচ্চ নিরাপত্তা ব্যবস্থাসহ পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ বিভাগের পক্ষে গ্যাব্রিয়েল ল্যাংফেল্ড জানিয়েছেন, যে তাদের কাছে 'তৃতীয় পক্ষের জন্য বিপদ আছে এমন কোনো তথ্য নেই' এবং 'কেউ আহত হয়েছে এমন কোন তথ্য নেই।' 

স্টরটিয়ের নিরাপত্তা বিভাগের প্রধান পাল মুঙ্ক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিটি পাওয়া গেছে। 

পুলিশ স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা ৪৮ মিনিটে হুমকি সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে, ভিজি জানিয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭