ওয়ার্ল্ড ইনসাইড

কৃষ্ণসাগর নৌবহরে রদবদল আনলো রাশিয়া


প্রকাশ: 04/04/2024


Thumbnail

কৃষ্ণসাগরে রুশ সামরিক জাহাজ নিশানা করে একের পর এক হামলা চালিয়ে আসছে ইউক্রেন।

রুশ নৌবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে কৃষ্ণসাগর নৌবহরের নতুন প্রধান নিযুক্ত করল রাশিয়া। নতুন নিয়োগকৃত প্রধানের নাম ভাইস অ্যাডমিরাল সের্গেই পিনচুক (৫২)। এর আগে ইয়েভমেনভকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয় আলেকজান্ডার মোইসিয়েভকে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার হিসেবে পিনচুককে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এই যুদ্ধ এখনো চলছে। কিয়েভের দাবি, এই সময়কালে কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর এক-তৃতীয়াংশ জাহাজ ধ্বংস করেছে তারা।

স্থলযুদ্ধে এগিয়ে আছে রাশিয়া। তবে ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে একের পর এক সামরিক জাহাজ হারানোটা রাশিয়ার জন্য বিব্রতকর হয়ে উঠেছে। রাশিয়া এখন তার নৌবাহিনীতে রদবদল এনে ধাক্কা সামলানোর চেষ্টা করছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭