ইনসাইড বাংলাদেশ

থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেলেন আওয়ামী লীগ নেতা


প্রকাশ: 05/04/2024


Thumbnail

চট্টগ্রামে থানার সংরক্ষিত এলাকায় প্রবেশ করার দায়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাখ্খারুল আলম চৌধুরীকে আটক করেছে পুলিশ। পরে মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সীতাকুণ্ড থানার সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে তাকে আটক করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, সংরক্ষিত এলাকায় মোফাখ্খারুল আলম চৌধুরী প্রবেশ করলে এবং আচরণবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার বড় ভাই পরিচয়ে জাহেদ নামের এক ব্যক্তি মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোফাখ্খারুল আলম চৌধুরী সীতাকুণ্ড থানার সংরক্ষিত এলাকায় ঢুকে পড়েন। যেখানে রয়েছে অস্ত্রাগার ও কর্মকর্তাদের আবাসিক বাসা। পুলিশের কিছু নির্দিষ্ট কর্মকর্তা ছাড়া এই সংরক্ষিত এলাকায় প্রবেশ করা নিষেধ। কিন্তু সে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ায় তার আচরণবিধি সন্দেহজনক হলে পুলিশ তাকে আটক করে।

এই বিষয়ে জানতে চাইলে মোফাখ্খারুল আলম চৌধুরী বলেন, আমার এলাকার এক ছোট ভাই গ্রেপ্তার হওয়ার বিষয়ে থানায় গেলে এই ঘটনা ঘটে। পরে মুচলেকা দিয়ে আমাকে ছেড়ে দেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭