ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়া ‘ইসলামিক কট্টরপন্থী’দের হামলার লক্ষ্যবস্তু হতে পারে না: পুতিন


প্রকাশ: 05/04/2024


Thumbnail

রাশিয়া ‘ইসলামিক কট্টরপন্থী’দের হামলার লক্ষ্যবস্তু হতে পারে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ক্রোকাস হলে হামলার প্রায় দুই সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) তিনি এই মন্তব্য করলেন।

টেলিভিশনে দেয়া এক বক্তব্যে পুতিন বলেন, আমাদের বিশ্বাস করার মত প্রায় সব কারণ আছে যে যারা মস্কোতে রক্তাক্ত, ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার নির্দেশ দিয়েছিল তাদের মূল লক্ষ্য ছিল আমাদের ঐক্যকে বিনষ্ট করা।

তিনি আরও বলেন, এখানে অন্য কোন লক্ষ্য নেই। কারণ রাশিয়া ইসলামিক কট্টরপন্থিদের দ্বারা সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে না। আমরা এমন একটি দেশ যা ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি এবং ঐক্যের অনন্য বিশ্বাস স্থাপন করেছে।

রাশিয়া বারবার বলেছে যে হামলাটি ইউক্রেনের নির্দেশে হয়েছে। যদিও তাদের এই দাবির পক্ষে কোন প্রমাণ তারা দিতে পারেনি। তবে ইউক্রেন হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে একটি কনসার্টে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। সেখানে বন্দুকধারীদের গুলি ও বিস্ফোরণে ১৪৪ জন নিহত হন। ইসলামিক স্টেট জঙ্গিরা হামলাটি চালিয়েছিল বলে দাবি করেছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭