ইনসাইড বাংলাদেশ

নজরদারির মধ্যেও বিনা টিকিটে ট্রেনে উঠছেন যাত্রীরা


প্রকাশ: 05/04/2024


Thumbnail

রেলে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে বুধবার। গত দুই বছরের মতো এবারও কমলাপুর স্টেশনের প্রবেশপথে বাঁশের বেষ্টনী বসিয়েছে রেলওয়ে। বেষ্টনীর মধ্যে তৈরি করা প্রবেশপথ দিয়ে ঢুকতে হচ্ছে যাত্রীদের। প্রবেশপথে টিকিট পরীক্ষার যন্ত্র নিয়ে রয়েছেন রেলের টিটিইরা। স্ক্যান করা হচ্ছে ই-টিকিট। এতো কিছুর পরও থেমে নেই বিনা টিকিটে ট্রেন ভ্রমণ।

আশ্চর্যজনক বিষয় হলো এরমধ্যেই ট্রেনজুড়ে টিকিটবিহীন যাত্রীর অভাব নেই। এক ট্রেন থেকেই জরিমানাসহ ৬৫ হাজার টাকা আদায় করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন বিনা টিকেটের যাত্রী।

শুক্রবার (৫ এপ্রিল) ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান রেলওয়ের রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার।

‘জেনারেল ম্যানেজার ওয়েস্ট-বাংলাদেশ রেলওয়ে’ এই পেজে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসে যাত্রীদের থেকে জরিমানা আদায়সহ বিস্তারিত তুলে ধরা হয়। ট্রেনটি সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

স্ট্যাটাসে বলা হয়, ‘পাঁচ এপ্রিল রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটির ক্লিনিং, ওয়াটারিং ও বিনা টিকিটের যাত্রী ঠেকানোর স্বার্থে ঢাকার ডিআরএমসহ পুরো টিম আমার সংগে যোগ দেয়। এসি কোচ ক্লিনিংয়ের সময় ট্রেনে কাউকে উঠতে দেওয়া হয়নি। নন-এসির চিত্র ভিন্ন। এদের থামানো যায়নি। ওয়াটারিংএ প্রায় ৪০ মিনিট দরকার এই ফাঁকে কোচগুলো চেকিংয়ের সিদ্ধান্ত নিলাম। গেটে এত চেকিং থাকার পরেও বিনা টিকিটের যাত্রীর অভাব নাই।’

স্ট্যাটাসে আরও বলা হয়, ‘গতকালের উপবনের টিকিট নিয়ে ৫ জন এসি চেয়ারে বসে আছেন, জরিমানাসহ ভাড়া ২০০০ টাকা চাইলে সাথে সাথেই দিয়ে দিলেন। টাকা সমস্যা না, সিট সমস্যা। এসিতে এক যাত্রী পেলাম যিনি রেলওয়ের এক কর্মকর্তার রেফারেন্স দিয়ে সুন্দর হাসি দিয়ে পার পাইতে চাইছিলেন। কিন্তু বিধিবাম। শোভনের স্টানডিং টিকিট কাটিয়ে নন এসিতে পাঠিয়ে দেওয়া হলো তাকে।

‘...নন এসিতে তিনজন ইয়াংম্যান পেলাম, চোখে কালো চশমা, হাতে ব্র্যান্ডের ঘড়ি ও দামি মোবাইল। টিকিট চাইলে মোবাইলে নিজেকে মহাব্যস্ত শো করলেন। প্রায় ৫ বার চাওয়ার পরও কোনো সাড়া না পাওয়ায়, মোবাইলটা হাতে নিয়ে দেখলাম সে কল না করে নিজে নিজেই কথা বলছিলেন। তিনজনের ৩০০ টাকা দাবি করলে অনেক কষ্টে ২০০ টাকা পাওয়া গেল, পরে বিকাশে আরও ১০০ টাকা এনে ৩০০ টাকার টিকিট দেওয়া হলো। আজকে জরিমানাসহ ভাড়া বাবদ আদায় হলো ৬৫০০০ টাকা...’।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭