ইনসাইড বাংলাদেশ

কুকি-চিন নির্মূলে সরকার সাড়াশি অভিযান চালাবে: পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: 06/04/2024


Thumbnail

অস্থিতিশীল বান্দরবানের সার্বিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাশ্ববর্তী দেশের সন্ত্রাসীদের সঙ্গে কুকি-চিনের যোগাযোগ আছে। কুকি-চিন নির্মূলে সরকার সাড়াশি অভিযান চালাবে। তাদের কোন ছাড় দেওয়া হবে না। শনিবার (৬ এপ্রিল) সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'জিম্মি নাবিকদের উদ্ধারে অনেকদূর অগ্রগতি হয়েছে। আলোচনার পাশাপাশি জলদস্যুদের ওপর নানামুখী চাপ আছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘দিনক্ষণ বলা সম্ভব না। তবে আশা করছি, খুব শিগগিরই তাদের মুক্ত করা সম্ভব হবে।'

জানা গেছে, এমভি আবদুল্লাহ জিম্মি হওয়ার পর থেকে নৌপরিবহন অধিদপ্তর বিষয়টি নিয়ে নিয়মিত খোঁজখবর রাখছে। আর মালিকপক্ষ থেকে বলা হচ্ছে, জিম্মি নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত করতে এখনো আলোচনা চলছে।

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ জাহাজ জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাইয়ের আল হামরিয়া পোর্টে যাচ্ছিলো জাহাজটি। ১৯ মার্চ দুবাইয়ে পৌঁছানোর কথা ছিলো জাহাজটির।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭