ইনসাইড গ্রাউন্ড

অবশেষে চূড়ান্ত পাকিস্তানের কোচ


প্রকাশ: 06/04/2024


Thumbnail

ভারতে অনুষ্ঠিত গেল ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর বেশ নড়েচড়ে বসেছে ব্যর্থ দল এবং তাদের ক্রিকেট বোর্ডগুলো। সেই ধারাবাহিকতায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও। যার মধ্যে বেশ আলোচনায় ছিল কোচ ইস্যু। কারা হচ্ছেন পাকিস্তানের কোচ? এমন প্রশ্নে একটা লম্বা সময় ধরে চলছিল আলোচনা।

অবশেষে স্থায়ী কোচ খুঁজে পেয়েছে পাকিস্তান। সাদা ও লাল বলের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দিচ্ছে পিসিবি, এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম জিও টিভি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে জাতীয় দলের কোচ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

সাদা বল তথা ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করবেন কারস্টেন। আর টেস্ট ফরম্যাটে দলটির কোচ হবে গিলেস্পি। খুব শিগগিরই পিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের নভেম্বরে পিসিবিতে পরিবর্তন আসার পর মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্রু পুটিককে ভিন্ন দায়িত্ব দেয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে এই তিন কোচ নিজ নিজ দায়িত্ব ছেড়ে দিলে নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পিসিবি। নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী প্রধান কোচের একটি পদও রেখেছে পিসিবি।

কোচ হিসেবে কারস্টেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতান। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটানসের ‘মেন্টর’ এর দায়িত্ব পালন করছেন তিনি। অন্যদিকে, গিলেস্পি ইয়র্কশায়ারকে ২০১৪ ও ২০১৫ সালে দুইবার শিরোপা জিতিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭