ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা শেষের পথে


প্রকাশ: 08/04/2024


Thumbnail

শেষ হয়ে আসছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভাণ্ডার। এমন শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলার পরিধি আরও বাড়িয়েছে রাশিয়া। মস্কোর সেনারা দূরপাল্লার মিসাইল ছোড়া অব্যাহত রাখলে, দ্রুতই ফুরিয়ে যাবে ভাণ্ডার। মিত্রদের কাছে আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন বলেও জানান।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কিয়েভের জন্য বড় ধরনের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন পাবে বলে আশাবাদ জানান জেলেনস্কি। ঋণ হিসেবে নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, যেকোনো শর্তেই রাজি তারা। রাশিয়া সীমান্তবর্তী চেরনিহিভ অঞ্চলে ধারণ করা হয় জেলেনস্কির সাক্ষাৎকারের ভিডিওটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭