ইনসাইড বাংলাদেশ

বান্দরবানে নারীসহ কুকি-চিনের ৪৯ সদস্য আটক


প্রকাশ: 08/04/2024


Thumbnail

বান্দরবানে সোনালী ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, অস্ত্র লুটের ঘটনায় নারীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ এপ্রিল) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়া থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।  

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান চালিয়ে রুমা উপজেলার বেথেল পাড়া থেকে তাদেরকে আটক করা হয়।  আটককৃত ৪৯জনকে পরে রুমা সদর থেকে বাসে করে পুলিশের পাহাড়ায় বান্দরবান সদর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সবাই বান্দরবান সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল (৯ এপ্রিল) তাদের আদালতে তোলা হবে ।

এর আগে সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ’র ২ সদস্যকে আটক করা হয়। এসময় ৭টি অস্ত্র, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭