ইনসাইড বাংলাদেশ

টাঙ্গাইলে মহাসড়কে ২০ কি‌মি তীব্র যানজট


প্রকাশ: 09/04/2024


Thumbnail

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ঈদে ঘরে ফেরা মানুষজন। গভীর রাতে শুরু হওয়া এই যানজট ২০ কিলোমিটার অং‌শজুড়ে তৈ‌রি হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গন্ধু সেতুপূর্ব মহাস‌ড়কের টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস হতে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে এই যানজটের সৃ‌ষ্টি হয়েছে। এর আগে ভোরে সেতুর উপর ২২ নম্ব‌র পিলারের কা‌ছে এক‌টি ডাবল ডেকারের এক‌টি বাস বিকল হয়ে যাওয়ার পর সে‌টি উদ্ধারে ৫‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়‌কে প‌রিবহনের চাপ আরও বেড়ে যায়।

বঙ্গবন্ধু সেতু কতৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার (৮ এপ্রিল) সেতুর উপর বাস বিকল ও সেতুতে টোল আদা‌য় বন্ধ থাকার কারণে তৈ‌রি হয় যানজট। রাত যত গভীর হয়েছে যানজটের আকার তত বেড়েছে। এছাড়াও সেতুর উপর প‌রিবহনের দীর্ঘ সা‌রি তৈ‌রি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে প‌রিবহনের খুবই চাপ রয়েছে। এতে পরিবহনগু‌লো খুবই ধীরগ‌তিতে চলাচল করছে। এ ছাড়া সেতুর ওপর এক‌টি বাস নষ্ট হওয়ায় ৫‌মি‌নিট যানবাহন চলাচল বন্ধ ছিল। এছাড়াও গাড়িগু‌লো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলায় অন‌্যান‌্য প‌রিবহনে ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭