ইনসাইড গ্রাউন্ড

মুস্তাফিজের অবস্থান তিনে, শীর্ষে কে?


প্রকাশ: 13/04/2024


Thumbnail

চলমান আইপিএলে দল পাওয়া নিয়ে ছিল শঙ্কা। পরবর্তীতে বিকল্প হিসেবে দল পেলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কম। তবে পাথিরানার ইঞ্জুরি যেন ভাগ্যের চাকা ঘোরায় বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।

একাদশে সুযোগ পেয়েই চলতি আসরের শুরু থেকেই বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন দ্য ফিজ। তারই ধারাবাহিকতায় এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছিলেন এই টাইগার পেসার।

তবে গত পরশু অবশ্য রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহালের কাছে সেই অবস্থান হারায় ফিজ। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে বেগুনি ক্যাপের মালিক হন তিনি। তাতে মুস্তাফিজ দুইয়ে নেমে যান।

বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে বল হাতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে জাসপ্রীত বুমরাহ। ৪ ওভার বল করে ২১ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। এতে তার দল মুম্বাইয়ে দ্বিতীয় জয় পেয়েছে।

দলের জয়ের দিনে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় শীর্ষস্থান দখল করেন বুমরাহ। তার শীর্ষে উঠে আসায় পার্পল ক্যাপের তালিকায় দুইয়ে নেমে গেছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল।

বুমরাহর মতো অবশ্য ৫ ম্যাচে ১০ উইকেট আছে চাহালেরও। তবে ইকোনমি রেটের বিচারে চাহালকে তিনি পেছনে ফেলেছেন এই পেসার। বুমরাহর ইকোনমি রেট ৫.৯৫। সেরা বোলিং ফিগার ২১/৫। অপরদিকে, চাহালের ইকোনমি রেট ৭.৩৩। সেরা বোলিং ফিগার ১১/৩।

বুমরাহর উত্থানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের দৌড়ে তিনে নেমে গেলেন ফিজ। অবশ্য এক ম্যাচ কম খেলেছেন তিনি। ৪ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন সিএসকের এই পেসার। মুস্তাফিজের ইকোনমি রেট ৮.০০। তার সেরা বোলিং ফিগার ২৯/৪।

এ ছাড়া সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় চারে রয়েছেন পাঞ্জাব কিংসের আর্শদীপ সিং। ৫ ম্যাচ খেলে তার মোট উইকেট সংখ্যা এখন ৮। ইকোনমি রেট ৮.৭২। তালিকায় পাঁচে রয়েছেন গুজরাট টাইটান্সের মোহিত শর্মা। এখনও পর্যন্ত চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ খেলে মোট ৮ উইকেট তুলে নিয়েছেন সাবেক এই চেন্নাই পেসার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭