ইনসাইড গ্রাউন্ড

মাঠেই কান ধরে ক্ষমা চাইলেন কোহলি


প্রকাশ: 13/04/2024


Thumbnail

বাউন্ডারি লাইনের দিকে দৌড়াতে দৌড়াতেই কানে ধরে দর্শকদের কাছে ক্ষমা চাইলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কোহলির এমন কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় ব্যাঙ্গালুরু। হাইস্কোরিং ম্যাচটিতে ৭ উইকেটে হেরেছে কোহলিদের দল। এই ম্যাচে ৩৩টি চার আর ২৬টি ছক্কা হয়।

মুম্বাই ইনিংসের সময়ে দর্শকদের সঙ্গে মজা করছিলেন কোহলি। এমনই একটি দৃশ্য দেখা গেল ম্যাচের মাঝামাঝি সময়ে। তখনই ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা স্লোগান দিতে শুরু করেন, ‘কোহলিকে বোলিং দাও… কোহলিকে বোলিং দাও…।’

দর্শকরা যখন স্লোগান দিচ্ছিলেন, তখন বাউন্ডারির দিকে ছুটছিলেন কোহলি। এই স্লোগান শুনে তিনি হেসে ফেলেন এবং এই কাজ না করার জন্য তাদের কাছে কান ধরে ক্ষমা চাইতে শুরু করেন। এই ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এদিন মুম্বাইয়ের বিপক্ষে ৬ বোলারকে দিয়ে ব্যবহার করেছিল ব্যাঙ্গালুরু। তবে প্রতিটি বোলারের ইকোনমি ১০-এর উপরে ছিল। দর্শকদের স্লোগান শুনেই কানে ধরে ক্ষমা চান এই ভারতীয় তারকা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭