ইনসাইড ওয়েদার

পহেলা বৈশাখে গরম কেমন থাকবে? জানালো আবহাওয়া অফিস


প্রকাশ: 14/04/2024


Thumbnail


শনিবার নীলফামারী, নেত্রকোনা জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আজ রোববার পহেলা বৈশাখের দিনও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গতকাল শনিবার দেশে রাঙামাটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠেছিল। শনিবার বান্দরবানে ৩৯ দশমিক ২ ডিগ্রি এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ ছাড়া ৩৮ ডিগ্রি সেলসিয়াসও তার ওপরে তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়া, কুষ্টিয়ার কুমারখালী, চুয়াডাঙ্গা, কক্সবাজার ও পাবনার ঈশ্বরদীতে। আর ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যায় জানায়, বয়ে যাওয়ার এই তাপপ্রবাহ এদিন আরও বিস্তার লাভ করতে পারে।

গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমে বলেন, অল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা আছে। হলেও বিকেলে বা রাতে হতে পারে। বৃষ্টির সময় মেঘ হবে এবং বৃষ্টি শেষে মেঘ কেটে যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭