ইনসাইড গ্রাউন্ড

প্যারিসের পর এবার যুদ্ধের ঘোষণা দিলেন বার্সা কোচও


প্রকাশ: 14/04/2024


Thumbnail

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে পার্ক দ্য প্রিন্সেসে স্প্যানিশ জায়ান্টদের মুখোমুখি হয়েছিল প্যারিসিয়ানরা। যেখানে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে পিএসজি। আর এমন হারকে হতাশাজনক ও বিরক্তিকর উল্লেখ করে এবার বার্সেলোনায় ফিরতি লেগে যুদ্ধে লড়তে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন প্যারিসের কোচ লুইস এনরিকে।

প্যারিস কোচের এমন ঘোষণার পর চুপ থাকেননি বার্সা কোচ জাভিও। লা লিগায় শনিবার কাদিসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের আগে পিএসজিকে হুমকি দিয়ে রেখেছেন জাভি। তার কথায়, মঙ্গলবার আমাদের একটি যুদ্ধ আছে।

ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পিএসজির বিপক্ষে প্রথম লেগে জয়ের পর দারুণ ছন্দে রয়েছে বার্সা। কাদিসের বিপক্ষে ম্যাচেও নিজেদের শক্তির জানান দিয়েছে জাভির শিষ্যরা।

এদিন ম্যাচের ৩৭তম মিনিটে পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা বার্সা আর গোলের দেখা না পেলেও চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের ম্যাচের আগে জয় দিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছে।

পিএসজির বিপক্ষে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটিকে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে জাভি বলছেন, ‘মঙ্গলবার আমাদের একটি যুদ্ধ আছে (পিএসজির বিপক্ষে)। আমরা বড় কিছু করতে চাই। মৌসুমে সেরা ছন্দে থাকা অবস্থায় ম্যাচটা আমাদের সামনে এসেছে।’

এর আগে দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘আমরা বার্সেলোনায় যুদ্ধে লড়তে যাব।’

তিনি বলেন, অনেক আশা প্রত্যাশা নিয়ে আমরা খেলতে যাব। আমরা সেখানে জিততেও পারি এই ভাবনা আমাদের জন্য ইতিবাচক দিক। আমাদের জন্য ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। আমার দলের ওপর বিশ্বাস আছে যে তারা পারবে।

আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে বার্সেলোনা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭