কালার ইনসাইড

ধরা খেয়েছেন বুবলী, কাজ হয়নি সাবেক মন্ত্রীর ফোনেও


প্রকাশ: 14/04/2024


Thumbnail

সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলীর। একদিকে শাকিবের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলী অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা। বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমা চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা। সাবেক এক মন্ত্রীকে দিয়েও সিনেমা হলের মালিকদের ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরেও বুবলীর অচল সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা। বরং দর্শক খরায় রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হলো বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। 

ঘটনাটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের। সেখানে ঈদে বুবলীর ‘দেয়ালের দেশ’ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং ৪টি থিয়েটারে প্রদর্শিত হচ্ছিল ঈদে মুক্তি পাওয়া বুবলীর ছবি দেয়ালের দেশ। অথচ মুক্তির দুদিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো।

যদিও এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়া সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই। সেখানে বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের ‘রাজকুমার’। আরও চলছে ‘গর্জিলা’ ও ‘কাজলরেখা’।

সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। সূত্রের খবর, বুবলীর ‘দেয়ালের দেশ’ বড় সিনেমাগুলোতে প্রদর্শনের জন্য সাবেক একজন মন্ত্রীও না কি হল মালিকদের তদবির করেন। মোবাইল ফোনে হল মালিকদের নিজের পরিচয় দিয়ে বুবলীর অচল সিনেমা চালাতে তদবির করেন তিনি। তাতেও কোনো কাজ হয়নি। বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ রেখে দেয়ালের দেশ চালাতে রাজি হননি হল মালিকরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭