ওয়ার্ল্ড ইনসাইড

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি


প্রকাশ: 15/04/2024


Thumbnail

রিখটার স্কেলের ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউগিনি। সোমবার (১৫ এপ্রিল) সকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উত্তরাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে সুনামি আঘাত হানার কোনো ঝুঁকি নেই। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ আরও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেনের কিম্বে দ্বীপ থেকে প্রায় ১১০ কিলোমিটার (৬৮ মাইল) পূর্ব-দক্ষিণপূর্বাঞ্চলে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ কিলোমিটার।  

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি আঘাত হানার কোনো হুমকি নেই। এছাড়া এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭