ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের নতুন কোচ বাংলাদেশে


প্রকাশ: 15/04/2024


Thumbnail

ভারতে অনুষ্ঠিত গেল ওয়ানডে বিশ্বকাপের পর বেশ নড়েচড়ে বসেছিল ব্যর্থ দল ও তাদের ক্রিকেট বোর্ডগুলো। কোচ থেকে শুরু করে নির্বাচক ও অধিনায়ক সবকিছু নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এসব দলকে। সেই তালিকায় ছিল বাংলাদেশের নামও। যার ফলে সেই বিশ্বকাপের পরই বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়।

তবে ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় গেল মাসে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিল বিসিবি।

গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন কেইলি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। দ্রুতই কাজ শুরু করবেন ক্রিকেটারদের সঙ্গে। তার ধারাবাহিকতায় আজ সোমবার কেইলি এসেছিলেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

নতুন এই কোচ ২ বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। কিয়েলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

এ ছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭