ইনসাইড গ্রাউন্ড

মুস্তাফিজের ক্যাচেই মোড় ঘুরে আইপিএলের এল ক্লাসিকোর!


প্রকাশ: 15/04/2024


Thumbnail

আইপিএলের ১৭তম আসরের ‘এল ক্লাসিকো’ খ্যাত ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে থেকেও বল হাতে নিজেকে মেলে ধরতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে বল হাতে কিছুটা বিবর্ণ থাকলেও এ ম্যাচে ভিন্ন এক কারণে আলোচনায় উঠে এসেছেন তিনি। কারণ এদিন দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন দ্য ফিজ। আর সূর্যকুমারের সেই ক্যাচটিই নাকি ম্যাচের মোড় ঘুরে দিয়েছে বলে দাবি করেছে ভারতীয় কিছু সংবাদমাধ্যম।

মুম্বাই ইনিংসের অষ্টম ওভারের চলছিল। ওয়াংখেড়েতে চেন্নাইয়ের বিপক্ষে ক্রিজে এসে পাথিরানার ওভারে প্রথম বলটি ডট দেন সূর্যকুমার। দ্বিতীয় বলে খেলেন আপার-কাট। থার্ডম্যান অঞ্চলে সীমানার কাছে দাঁড়িয়ে সেটি লুফে নেন ফিজ।

যদিও নিয়ন্ত্রণ হারিয়ে সীমানাদড়ির বাইরের দিকে হেলে পড়ায় বল উপরের দিকে ভাসিয়ে দেন মুস্তাফিজ। সীমানার বাইরে চলে যাওয়া মুস্তাফিজ দ্রুত মাঠে ঢুকে আবার সেই ক্যাচ ধরেন। এতে ভয়ংকর হয়ে ওঠার আগেই বিদায় নেন সূর্য।

মুস্তাফিজের দুর্দান্ত সেই ক্যাচের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। তার মতে,  ‘মুস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল। ঐ এক ওভারে দুই উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায়।’

এই ম্যাচে দুই দল মিলিয়ে পুরো ৪০ ওভার জুড়ে লড়াই করলেও তিনটি মুহূর্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭