ইনসাইড গ্রাউন্ড

আইপিএলে আবারও হায়দরাবাদের সর্বোচ্চ রানের ইতিহাস


প্রকাশ: 15/04/2024


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরে নিজেদেরই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলো সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো দলটি।

সোমবার (১৫ এপ্রিল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে প্রথম ব্যাট করে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করে তারা।

এর আগে এবারের আসরেই মুম্বাইয়ের বিপক্ষে ২৭৭ রানের রেকর্ড গড়েছিল অরেঞ্জ আর্মিরা। আজ আবারও তাদের নিজেদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলো তারা।

এদিন দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেছেন ট্রাভিস হেড। তাছাড়া ৩১ বলে ৬৭ রান এসেছে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। আর আব্দুল সামাদ করেছেন ১০ বলে ৩৭ রান।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিল লখনৌ সুপার জায়ান্টস। তারা ২০২৩ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে ২৫৭ করে। তবে এবার গত ১১ বছরের ইতিহাস দ্বিতীয়বারের মতো ভেঙ্গেছে হায়দরাবাদ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭