ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু


প্রকাশ: 17/04/2024


Thumbnail

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত চার ছাত্রলীগ নেতার মধ্যে একজন এম সজীব (২৫) মারা গেছেন।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২ টার সময় রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সজীব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) রাত ২ টার দিকে চন্দ্রগঞ্জ মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাঁচপাড়া এলাকায় দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে এম সজিবসহ ছাত্রলীগ কর্মী সাইফুল, জয় ও রাফির উপর। এসময় গুলিবিদ্ধ হয় এ চার জন।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয় তাদের।

এ হামলার ঘটনায় সোমবার (১৫ এপ্রিল) রাতে নিহত সজিবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৮-২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।  

এ ঘটনায় সোমবার (১৫ এপ্রিল) স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজু ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭