ইনসাইড বাংলাদেশ

অজ্ঞাত ব্যক্তির সহায়তায় মুক্তি: মেয়েকে কাছে পেয়ে খুশী খালেদা


প্রকাশ: 17/04/2024


Thumbnail

ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর করা মামলায় গ্রেপ্তার খালেদা আদালত থেকে মুক্তি পেয়েছেন। চট্টগ্রামের কোন এক শিল্প প্রতিষ্ঠানের মালিকের সহায়তায় মুক্তি পান খালেদা। মুক্তি পেয়ে আদরের শিশু কণ্যা ফাতেমাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন খালেদা।

 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দের আমলি আদালত থেকে জামিনে মুক্তি পান খালেদা।

 

এর আগে গত বুধবার (১০ এপ্রিল) ঋণের টাকা পরিশোধ করতে না পারায় এনজিওর করা মামলায় খালোদাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের সময় উল্লাপাড়া মডেল থানা চত্বরে ৩ বছরের শিশু কন্যা ফাতেমাকে রেখে পুলিশ ভ্যানে ওঠার মুহূর্তে মা-মেয়ের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। যার একটি প্রতিবেদন ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছোট শিশুর কান্নাজড়িত মুখ হৃদয়ে দাগ কাটে সবার।

 

প্রতিবেদনটি প্রকাশের পর ওই দিন রাতেই বিষয়টি চট্টগ্রামের প্রতিষ্ঠিত বহুজাতিক এক শিল্প প্রতিষ্ঠানের মালিকের নজরে আসে। চট্টগ্রামের ওই শিল্প প্রতিষ্ঠান কারাগারে বন্দি খালেদার ঋণ পরিশোধসহ আইনি সহায়তার হাত বাড়িয়ে দেন।

 

পরদিন খালেদার সুদসহ ঋণের সব অর্থ পরিশোধ করা হয় ও আইনজীবী নিয়োগ দেয়া হয়। তবে ঈদের ছুটির কারণে আদালত বন্ধ থাকায় খালেদাকে জামিন করানো সম্ভব হয়নি। পরে মঙ্গলবার (১৬ এপ্রিল) আদালত খুললে জামিনে মুক্ত হন খালেদা।  

 

এ বিষয়ে খালেদার স্বামী ইব্রাহিম হোসেন বলেন, উদ্দীপন নামের একটি সংস্থা থেকে দুই বছর আগে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন তার স্ত্রী। সংসারের চরম দুর্দিন হওয়ায় খালেদাকে নিয়ে ছয় মাস হলো ঢাকায় পোশাক কারখানায় কাজ নিয়েছিলাম।

 

ইব্রাহিম হোসেন জানান, এর আগে বেশ কয়েকটি কিস্তিতে তিনি ২০ হাজার টাকা পরিশোধ করেন। সুদ আসল মিলে ১৮ হাজার ৩০০ টাকা পেত ওই ঋণদানকারী সংস্থা। ঈদের আগের দিন রাতে স্ব-পরিবারে বাড়িতে ফিরলে উদ্দীপনের করা ঋণের মামলায় উল্লাপাড়া থানা পুলিশ গ্রেপ্তারকরে খালেদাকে। এ সময় আমার ৩ বছরের মেয়ে ফাতেমার কান্না থামছিল না। মাকে না পেয়ে থানায় মধ্যে অঝোরে কাঁদছিলো ফাতেমা। পরে আদালত খালেদাকে কারাগারে পাঠায়।

 

তিনি আরও বলেন, এ ঘটনাটি সময় সংবাদে প্রকাশ হবার পর আমাদের সব ঋণ পরিশোধ করেন দিয়েছেন একজন। সেই সঙ্গে মামলাটি প্রত্যাহারে সব ব্যবস্থা করেছেন। এখন আর কোনো ঋণ নেই আমাদের।

 

এছাড়াও তাদের এই বিপদে যারা পাশে দাড়িয়েছেন তাদের সবার জন্য আমার পরিবারে পক্ষ থেকে অনেক দোয়া রইলো বলে জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭