ইনসাইড গ্রাউন্ড

পিএসজির সাথে ম্যাচে বাজে রেফারিংয়ের দাবি বার্সা কোচের


প্রকাশ: 17/04/2024


Thumbnail

প্রথম লেগে পার্ক দে প্রিন্সে বার্সার কাছে ৩-২ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল পিএসজি। যার জন্য দ্বিতীয় লেগকে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছিলেন কোচ লুইস এনরিকে। গতকাল রাতে সেই যুদ্ধে অবশেষে ঘুরে দাঁড়িয়েছে কিলিয়ান এমবাপ্পেরা।

মঙ্গলবার ১০ জনের বার্সার বিপক্ষে অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে তারা ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগ জিতলো ৪-১ গোলে। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে পিএসজি ৬-৪ ব্যবধানে জিতে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

এদিন লাল কার্ড দেখেছেন বার্সার রোনাল্ড আরাউহো।  এমন সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় হিসেবে অভিহিত করে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, এই ঘটনায় ক্লাবের সব আশা শেষ হয়ে গেছে।

২৯ মিনিটে বক্সের ঠিক বাইরে ব্র্যাডলি বারকোলাকে পিছন থেকে টেনে ধরেন আরাউহো। ঐ সময় ১-০ গোলে এগিয়ে থেকে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে লিডে ছিল বার্সা।

১০ জনের বার্সেলোনার উপর এরপর চেপে বসে পিএসজি। দারুণভাবে লড়াইয়ে ফিরে এসে শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়ী হয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে প্যারিসের জায়ান্টরা।

ম্যাচ শেষে হতাশ জাভি বলেছেন, ‘রেফারির বাজে সিদ্ধান্তের কারণে পুরো মৌসুমের পরিশ্রম শেষ হয়ে যাওয়াটা খুবই কষ্টের। লাল কার্ডের সিদ্ধান্ত সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল।’

উত্তেজনার বশবর্তী হয়ে জাভিকেও দ্বিতীয়ার্ধে ডাগ আউট ছেড়ে স্ট্যান্ডে চলে যেতে হয়েছিল। রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাসের সমালোচনা করে জাভি বলেছেন, ‘রেফারিং খুবই বাজে হয়েছে। আমি নিজে সেটা তাকে বলেছি, সে ম্যাচের কিছুই বুঝতে পারেনি।’

আরাউহোর লাল কার্ডের কারণে প্রথমার্ধের মাঝামাঝিতে ১৬ বছর বয়সী লামিন ইয়ামালকে তুলে নিয়ে ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে মাঠে নামান জাভি। রাফিনহার প্রথম গোলের যোগানদাতা ছিলেন ইয়ামাল।

জাভি আরো বলেন, ‘আমরা খুবই ক্ষুব্ধ। এক লাল কার্ডই আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা ভাল খেলছিলাম, দলের মধ্যে একতাও ছিল। ঐ মুহূর্ত থেকে পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়। লামিন ভাল খেলছিল, তাকে উঠিয়ে নেয়া নিয়েও আমাদের মধ্যে শঙ্কা ছিল। কিন্তু ম্যাচের পরিস্থিতি আমাকে বাধ্য করেছে।’

লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে আট পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭