ইনসাইড বাংলাদেশ

লন্ডনে শেখ হাসিনা কি নিরাপদ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/04/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার সৌদি আরব থেকে লন্ডনে যাবেন। লন্ডনে ১৬ থেকে ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে যোগ দেবেন। আগামী ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে অন্য সব কিছু ছাপিয়ে তাঁর নিরাপত্তার ইস্যুটি প্রধান হয়ে উঠেছে। ব্রিটিশ সরকার এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কমনওয়েলথ সম্মেলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি, এজন্যেই তাঁর সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, প্রধানমন্ত্রী এবার লন্ডন সফর করছেন এমন এক সময়ে, যখন স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী গোষ্ঠী এবং তারেক জিয়া অন্য যেকোনো সময়ের চেয়ে সংঘবদ্ধ ও মরিয়া। শেখ হাসিনার সফর উপলক্ষে লন্ডনে বিএনপি জামাত বেশ কিছু কর্মসূচি নিয়েছে। সেসব কর্মসূচি উস্কানিমূলক ও দেশের স্বার্থবিরোধী। যদিও ব্রিটিশ সরকার বিএনপি জামাতের কোনো কর্মসূচিরই অনুমতি দেয়নি। গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার পর বিএনপি ব্রিটিশ পুলিশের নজরদারিতে আছে, তারপর বিএনপি-জামাত লন্ডনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দৃশ্যমান  প্রতিবাদ করতে চায়।একসময় লন্ডন ছিল মুক্তিকামী বাঙালিদের আশ্রয়ের ঠিকানা। ৭১ এর মুক্তিযুদ্ধে ভারতের পর লন্ডনেই মুক্তিকামী বাঙালিরা সবচেয়ে সক্রিয় ছিল। ব্রিটিশ পার্লামেন্টে আমাদের মহান মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়েছিল। ৭৫ এর ১৫ আগস্টের পর জাতির পিতার  হত্যার বিচারের দাবি প্রথম উচ্চারিত হয় লন্ডন থেকেই। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে জাতির পিতা হত্যার বিচারের দাবিতে সাক্ষর সংগ্রহ অভিযানের সূচনা করেছিলেন। কিন্তু আজ যুক্তরাজ্য এবং বিশেষ করে লন্ডন যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী এবং তারেক জিয়ার মতো দণ্ডিত অপরাধীদের জন্য অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত ৪ বছরে লন্ডনেই সবচেয়ে বেশি বাংলাদেশ বিরোধী তৎপরতা লক্ষ্য করা গেছে। আর এই তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এছাড়াও যুদ্ধাপরাধী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক লন্ডনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে প্রচারণা এবং গোপন ষড়যন্ত্রে ব্যস্ত। যুদ্ধাপরাধে দণ্ডিতদের পুত্ররা লন্ডনে জড়ো হয়েছে। সেখানে তাঁরা প্রতিদিনই বৈঠক করছে, বাংলাদেশকে কীভাবে অশান্ত করা যায়।

লন্ডনের একাধিক সূত্র জানাচ্ছে, এবার কমনওয়েলথ সম্মেলনে তারেক জিয়া এবং যুদ্ধাপরাধীদের সন্তানরা বড় ধরনের শো ডাউনের প্রস্তুতি নিয়েছে। ভাড়াটে সাংবাদিক ঠিক করেছে প্রধানমন্ত্রীকে বিব্রতকর প্রশ্ন করার জন্য। কিছুদিন আগে, শেখ রেহানার মেয়ে ব্রিট্রিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে ভাড়াটে সাংবাদিক দিয়ে হেনস্তা করার চেষ্টা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একই রকম পরিস্থিতির মুখোমুখি করার চেষ্টা করা হবে বলে জানা গেছে। এছাড়াও, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সম্মেলন স্থলে বিএনপির অবস্থান কর্মসূচি রয়েছে। সম্মেলন স্থলে বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণের চেষ্টা করা হবে বলেও জানা গেছে। অবশ্য লন্ডন আওয়ামী লীগের নেতারা বলছেন, সেখানে কয়েকজন ষড়যন্ত্রকারী ছাড়া বিএনপির সমর্থক নেই। লন্ডন আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, ‘যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভাবে সংবর্ধনা পাবেন। আওয়ামী লীগ নেতা কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো শেখ হাসিনার পাশে থাকবে।





Read In English: https://bit.ly/2qAFgmw


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭