ইনসাইড গ্রাউন্ড

এখনও ফুরিয়ে যাননি ধোনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2018


Thumbnail

পাঞ্জাবের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাই হেরে গেল লড়াই করে। এর আগের দুই ম্যাচেই অসাধ্যকে সাধন করেছিলো চেন্নাই। রান তাড়া করে দুই ম্যাচের শেষ ওভারে জয় ছিনিয়ে এনেছিল। আজও ছিল সেই পথে। কিন্তু শেষ ওভারে দরকার ছিলো ১৭ রান। উইকেটে ছিলেন ব্রাভো এবং ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ধোনি। কিন্ত্ শেষ পর্যন্ত ১২ রান নিতে সক্ষম হয় চেন্নাই। পাঞ্জাব ম্যাচ জিতে নেয় চার রানে। 

তবে এদিন ধোনি আবার প্রমাণ করলেন তিনি শেষ হয়ে যাননি। এক পাশ দিয়ে যখন উইকেট পড়ছিল। তখন ধোনি এক প্রান্তে উইকেট আগলে রেখে দলকে সামনে এগিয়ে নিয়ে যান। ম্যাচ জেতাতে না প্রালেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৪ বলে ৭৯ রানে। ধোনিরত ইনিংসটি সাজানো ছিল ছয়টি ৪ এবং পাঁচটি ছয়ে। স্ট্রাইক রেট ছিল ১৭৯.৫৪।  

বয়স ৩৭ ছুই ছুই। তরুণদের সঙ্গে লড়াই করে এখনও খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। যখন বিপদে ছিল চেন্নাই উইকেটে আসেন অধিনায়ক ধোনি। রাইড়ুকে, জাদেজা এবং ব্রাভোকে সঙ্গে নিয়ে গড়েন তিনটি জুটি। যদিও শেষ পর্যন্ত পারেননি ধোনি। কিন্তু ধোনি আবার প্রমাণ করলেন বয়সই শেষ কথা নয়।


বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭