ইনসাইড গ্রাউন্ড

মাহেলার কাছ থেকে নতুন কিছু শিখছেন মুস্তাফিজ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2018


Thumbnail

এবার মুম্বাইয়ের হয়ে আইপিএল মাতাচ্ছেন টাইগার ‘কার্টার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। হত দুই বছর ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। যার মধ্যে একবার দলকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন ফিজ। তবে এবার নতুন দলে নিজেকে আরও পরিণত ও কার্যকর করে তুলছেন মুস্তাফিজ। সেই সঙ্গে নতুন দলে এসে প্রতিদিনই নতুন কিছু শিখছেন। মুম্বাইয়ের ড্রেসিং রুমে মানিয়েও নিয়েছেন এই বাহাতি পেসার। আর দলের কোচ মাহেলা জয়াবর্ধনার কাছ থেকে নতুন নতুন বিষয় জানছেন এবং শিখছেন।

সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে মুস্তাফিজের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে। সেখানে মুস্তাফিজ তাঁর দল, নতুন কোচ এবং নিজেকে নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে মুম্বাইয়ের টিম কম্বিনেশনের পাশাপাশি দলের সিনিয়র ক্রিকেটারদেরও প্রশংসা করেছেন মুস্তাফিজ। 

মুস্তাফিজ বলেন, `এই বছর ফার্স্ট মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি। আমি আগের দুই বছর হায়দ্রাবাদে ছিলাম। এটা নতুন। ড্রেসিংরুমে অনেক সিনিয়র প্লেয়ার আছে, আমার বয়সী অনেকেও আছে। আমাদের টিম কম্বিনেশনটাও অনেক ভালো। কোচরা অনেক হেল্পফুল। প্লেয়াররাও অনেক হেল্পফুল।’

মুম্বাইয়ে কোচ মাহেলার সম্পর্কে মুস্তাফিজ বলেন, ‘`নতুন কোচের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, আমিও শেখার চেষ্টা করতেছি।’

পাশাপাশি মুস্তাফিজ বর্তমান সময়ের ডেথ ওভারের অন্যতম সেরা বোলার বুমরার উচ্ছ্বসিত প্রসংশাও করেন। ফিজ জানান তাঁর সঙ্গে খেলতে পেরে বেশ আনন্দিত তিনি। মুস্তাফিজ বলেন, ‘`বুমরাহ এখন খুব ভালো বোলিং করছে। বিশেষ করে ডেথ ওভারে খুবই ভালো বোলিং করে। দুজন একসাথে বোলিং করতেছি, আমারও খুব ভালো লাগতেছে।’

এছাড়াও মুস্তাফিজ অন্য আরেকটি ভিডিও বার্তায় নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন। ভিডিওটি দেখুনঃ

 

বাংলা ইনসাইডার/ডিআর/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭