ইনসাইড গ্রাউন্ড

মুম্বাইয়ের হারের জন্য রোহিতই দায়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2018


Thumbnail

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইয়ের এবারের আইপিএলটা ভালো যাচ্ছে না। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই জয়ের কাছাকাছি গিয়েও শেষ ওভারে ম্যাচ হেরে গেছে রোহিত শার্মার দল। আর এর জন্য রোহিতকেই দায়ী করছেন সাবেক ভারতীয় ফার্স্ট বোলার জহির খান। তিনি মনে করেন, রোহিত মুস্তাফিজদের ঠিকমত ব্যবহার করতে পারছেন না।  

চলতি আইপিএলে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন জহির খান। সেই সুবাদে প্রায় প্রতিটি দলকেই দেখছেন বেশ কাছ থেকে। মুম্বাইয়ের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ‘রোহিত দুই সেরা বোলার মুস্তাফিজ-বুমরাকে ডেথ ওভারের জন্য রেখে দিচ্ছে। শুরু দিকে খুব একটা ব্যাবহার করছে না। কিন্তু শুরুর দিকে ব্যবহার করলে অন্যরকম ফল পেত মুম্বাই।‘

দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলা মুম্বাইয়ের সর্বশেষ ম্যাচ নিয়ে বলেন, ‘দিল্লির বিপক্ষে ম্যাচে শেষ ওভারে ১১ রান দরকার ছিলো। যদি শুরুর দিকে তাদের ব্যবহার করা হতো তবে শেষ ওভারে ১৭-১৯ রান থাকতো। তাছাড়া শুরুর দিকে উইকেট পড়ে গেলে শেষের দিকে ব্যাটসম্যানরা চাপে থাকে।‘

মুস্তাফিজের প্রশংসাও করেছেন জহির খান। সাবেক এই ভারতীয় পেসার ফিজকে নিয়ে বলেন, ‘মুস্তাফিজ প্রতি ম্যাচেই দারুণ শুরু করেছেন। তার বোলিং দেখে বোঝাই যাচ্ছে শুরুর দিকে তছনছ করে দেওয়ার মতো বোলার তিনি।’

তবে ডেথ ওভারের সেরা দুই বোলারকে প্রথমে বোলিং করিয়ে আসলেই সাফল্য আসবে কি আসবে না- তা সময়ই বলে দেবে।


বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭