ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের পরিকল্পনার কথা জানালেন শান্ত


প্রকাশ: 22/04/2024


Thumbnail

চলতি বছরেই মাঠে গড়াতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে শুরু হবে বিশ্ব ক্রিকেটের এই আসরটি। যার জন্য ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রতিটি দল। যার মধ্যে রয়েছে বাংলাদেশও।

ভারতে অনুষ্ঠিত গেল ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের সামনে আরও এক বিশ্বকাপ। আর এজন্যই নতুন করে আবারও আলোচনায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন।

ওয়ানডে বিশ্বকাপে হতাশার পর এবার টি-২০তে কেমন হবে দল, পারফরম্যান্সের কি অবস্থা- এমন নানা প্রশ্ন নিয়ে চলছে আলোচনা। আর এই সমালোচনার মধ্যেই বাংলাদেশ দলের পরিকল্পনার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাথে দলের জন্য দেশের মানুষের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে গত শনিবার দেশের ক্রীড়াতীর্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্রাকে বিশেষ রানিং টেস্টের আয়োজন করে বিসিবি। সেখানে ছিলেন তিন ফরম্যাট-টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা।

এরপর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অবস্থিত ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শান্তকে স্পোর্টস পারসন অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করে।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে কথা বলেন শান্ত। সেখানে নিজের ক্যারিয়ারের ভালো ও খারাপ সময়ের কথা তুলে ধরেন বাঁহাতি এই ব্যাটার। কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবেলা করেন টাইগার অধিনায়ক, সেটিও গণমাধ্যমের সামনে উঠে আসে। এক পর্যায়ে নিজের ও দলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান শান্ত।

শান্ত বলেন, ‘খেলোয়াড় হিসেবে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে। কিন্তু আমি কখনও ঘাবড়ে যাইনি যে, আমি ভালো করছি না। আমার যে পরিকল্পনা থাকে, আমি আমার কাজের জায়গা থেকে কতটুকু সৎ, আমি কাজটা কতটুকু সৎভাবে করছি এবং আমার নিজের ওপরে কতটুকু বিশ্বাস- এই জিনিসটা সবসময় খেয়াল রাখি।’

শান্ত আরও বলেন, ‘অতীতের যেই খারাপ সময়গুলো ছিল, ওই সময়ে একটা জিনিসই চিন্তা করেছি যে, আমি আমার কাজটা ঠিকমতো করছি। আমি আমাকে বিশ্বাস করি যে, এই জায়গাটায় আমি উপযুক্ত। ওই বিশ্বাস থেকে আজকে যতটুকু আসতে পেরেছি। কিন্তু এখনও আমার কাছে মনে হয় যে, অনেক দূর যাওয়া বাকি। সুতরাং সবার কাছ থেকে দোয়া চাইবো, সবাই যেন দোয়া করেন। বিশেষ করে বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন। যেন আমরা ভালো করতে পারি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭