ওয়ার্ল্ড ইনসাইড

মুইজ্জুর বিজয়ে প্রতিক্রিয়া জানাল চীন


প্রকাশ: 22/04/2024


Thumbnail

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)।

দেশটির নির্বাচন কমিশন পার্লামেন্টের ৮৬টি আসনের ফল প্রকাশ করেছে তার মধ্যে পিএনসির প্রার্থীরা পেয়েছেন ৭০টি আসন। পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য এ অবস্থান যথেষ্ট।

মুইজ্জুর দলের ভূমিধস বিজয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীন মালদ্বীপের সঙ্গে কাজ করতে ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে  ইচ্ছুক। বিভিন্ন ক্ষেত্রে দ্বীপরাষ্ট্রটির সঙ্গে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

বেইজিং বলেছে, মালদ্বীপের সঙ্গে তারা সম্পর্ক শক্তিশালী করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বেইজিংয়ের লক্ষ্য চীন-মালদ্বীপের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব অব্যাহতভাবে গভীর করা। পাশাপাশি ‘চীন ও মালদ্বীপের অভিন্ন ভবিষ্যতের সাথে একটি সম্প্রদায় গঠন ত্বরান্বিত করা যা দুই জনগণকে আরও ভালোভাবে উপকৃত করবে।’ 

ওয়েনবিন বলেন, সফলভাবে সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা মালদ্বীপকে অভিনন্দন জানাই এবং মালদ্বীপের জনগণের পছন্দের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭