কালার ইনসাইড

সাম্প্রদায়িক উস্কানির শিকার কারিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2018


Thumbnail

পরপর দু’টি শিশু নিপীড়িত হওয়ার ঘটনায় উত্তাল গোটা ভারত। বিচারের দাবিতে পথে পথে প্রতিবাদের ঝড় বইছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘হ্যাশট্যাগ’ ব্যবহার করে ঘটনার নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা। বলিউড তারকারাও থেমে নেই। সামাজিক দায়বদ্ধতা থেকে একে একে ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, স্বরা ভাস্কর, সোনম কাপুর, রিচা চাড্ডা সহ অনেকেই।

কিন্তু কারিনা কাপুর প্রতিবাদ করতে গেলেই বিপত্তি বাধে। নিপীড়নের ঘটনার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে নিয়ে গত শনিবার টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন কারিনা। সেখানে এক ব্যক্তি কারিনার মুসলিম রীতিতে বিয়ে নিয়ে বাজে মন্তব্য করেন। কারিনার পোস্টে ওই ব্যক্তি লেখেন- ‘আপনার লজ্জা পাওয়া উচিত, একজন হিন্দু মহিলা হয়ে মুসলিম ব্যক্তিকে বিয়ে করেছেন। সন্তান জন্ম দিয়েছেন। আবার ছেলের নাম রেখেছেন তৈমুর।‘

এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্বর। মন্তব্যকারীকে কটাক্ষ করে তিনি লেখেন- ‘আপনার লজ্জা পাওয়া উচিত। সৃষ্টিকর্তা আপনাকে একটা মস্তিষ্ক দিয়েছে যেখানে আপনি ঘৃণা ভরে রেখেছেন। আর একটা মুখ দিয়েছে যা দিয়ে আপনি আবর্জনা বের করছেন। ভারত ও হিন্দুত্ববাদের কাছে আপনি লজ্জাজনক উদাহরণ’

বাংলা ইনসাইডার/ এইচপি    

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭