ইনসাইড গ্রাউন্ড

ধারাভাষ্যকার স্টিভেন স্মিথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2018


Thumbnail

সুসময়ে কাঁধে থাকা হাতগুলো দুঃসময়ে পালিয়ে যায়। অজিদের সদ্য সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ তা এরই মধ্যে টের পেয়েছেন নিশ্চয়ই। বল টেম্পারিং কেলেঙ্কারিতে বোর্ড থেকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। সেই সঙ্গে কমনওয়েলথ ব্যাংক, উইক বিক্সের মতো প্রতিষ্ঠানগুলো বাতিল করেছে স্পন্সরশীপ। তাই নিষেধাজ্ঞার পর থেকে মানসিক চাপের পাশাপাশি আর্থিকভাবেও কিছুটা চাপ চলে এসেছে।

তবে স্মিথের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে ফক্সটেল। দোষ করার পর তা স্বীকার করার বিষয়টা মনে ধরেছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্যাট্রিক ডেলানি। তাই স্মিথ দোষ স্বীকার করে নেওয়ায় পাচ্ছেন ফক্সটেলের সহমর্মিতা। প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী বলেন,‘অস্ট্রেলিয়ায় আমরা মানুষের ভুল মেনে নেই এবং তাদের দ্বিতীয় সুযোগ দেই।‘

প্যাট্রিক অনেকদিন ধরে চেনেন স্মিথকে। তাই স্মিথের আচরণ সম্পর্কেও রয়েছে তার ইতিবাচক ধারণা। তিনি বলেন, ‘আমরা স্মিথকে অনেক দিন থেকে চিনি। সে অনেক বছর ধরে আমাদের সুনজরে। তাই আমরা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।`

কিছুদিন আগেই ১ বিলিয়ন ডলারে অজি ক্রিকেট বোর্ডের টিভিস্বত্ব কিনেছে ফক্স স্পোর্টস। আপাতত স্মিথকে তারা দায়িত্ব দিয়েছে ধারাভাষ্যকারের। ক্রিকেট থেকে অবসরের পর কোন পেশায় নিয়োজিত হবেন সেটা হয়তো সময়ই বলে দিবে, আপাতত ১ বছর ধারাভাষ্যটাই করবেন স্টিভ স্মিথ।


বাংলা ইনসাইডার/ডিআর




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭