ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের কোচ হয়ে এসে যা জানালেন মুশতাক আহমেদ


প্রকাশ: 24/04/2024


Thumbnail

গত ফেব্রুয়ারীতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথেরে বিদায়ের পর বেশ স্পিন কোচ ছাড়াই কাটিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবশেষ গত সপ্তাহে নতুন স্পিন কোচ হিসেবে পাকিস্তানের কিংবদন্তী স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দেয় বিসিবি। মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে স্পিন বিভাগে পার্থক্য তৈরীর অঙ্গীকার জানিয়েছেন তিনি। 

জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য এবং খেলোয়াড়দের উপস্থিতিতে এক সভায় নতুন স্পিন কোচকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় বিসিবি। পরে ঘুরে ঘুরে মাঠ ও ড্রেসিংরুম দেখেছেন মুশতাক। এসময় টাইগার শিবিরে যোগ দিয়ে পাকিস্তানের সাবেক এই তারকা স্পিনার একে একে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সৌজন্য আলাপও করেন।

এসময় বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে পেরে মুশতাক আহমেদ জানায়, ‘বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি নতুন এই অধ্যায় শুরুর অপেক্ষায় আছি। বাংলাদেশে আসাটা সব সময়ই দারুণ ব্যাপার। পাকিস্তানি ক্রিকেটারদের অনেক ভক্ত এখানে। বাংলাদেশে খেলাটা আমরা খুবই উপভোগ করেছিলাম। এখানকার আতিথেয়তা চমৎকার।’

এরপর বাংলাদেশ ক্রিকেটে তাঁর লক্ষ্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি এখানকার স্পিন বিভাগে একটি পার্থক্য তৈরি করতে এসেছি। আমার জ্ঞান তরুণ এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে পারি। আশা করি আমরা একটি পার্থক্য করতে পারব। তরুণরা খুবই প্রতিভাবান ক্রিকেটার, তাই আমরা তাদের কাছে আমাদের অভিজ্ঞতা তুলে দিতে পারি। আমি বিশ্বাস করি তারা খুবই প্রতিভাবান। তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে।’

এছাড়াও জাতীয় দল ও আশপাশে থাকা স্পিনারদের পাশাপাশি তৃণমূল্যে নজর দেওয়ার আশ্বাস দেন নতুন এই কোচ। তিনি বলেন, ‘এশিয়ার নেটে সবসময় একজন লেগ স্পিনার, মিস্ট্রি স্পিনার এবং চায়না ম্যান থাকে। আমি মনে করি সেখানেই আমার অভিজ্ঞতা আসবে। আশা করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারব। আমরা ক্লাব এবং প্রথম শ্রেণীর কোচদের সঙ্গে দেখা করতে পারি। আমরা লেগ স্পিনার এবং চায়নাম্যান বোলার খুঁজে পেতে পারি। আপনার এমন স্পিনার থাকা দরকার যারা সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারে আপনাকে উইকেট তুলে দিতে পারে।’

মুশতাক পাকিস্তানের হয়ে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৬ উইকেট শিকার করেছেন ৫৩ বছর বয়সী এই লেগ স্পিনার। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশেও এসেছিলেন ১৯৯৩–৯৪ সালে। কোচিংয়ে তার অভিজ্ঞতা আছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে। এছাড়া ২০২০ সালের জুনে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ ছিলেন মুশতাক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭